Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'ডাকসু নির্বাচন হবে, ওয়ালিদের অনশন ভাঙ্গালেন ভিসি'

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ০৩:২৭



ঢাবি লাইভ: অবশেষে অনশন ভেঙেছেন ওয়ালিদ আশরাফ। তবে এই মান ভেঙ্গেছেন ভিসির হাত ধরে। টানা ১৫ দিন তিনি অনশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যাপারে দীর্ঘ পরিকল্পনা আর শীর্ষকর্তাদের সবুজ সংকেত ছাড়া সম্ভব নয় বলেও সংশ্লিস্টরা জানিয়েছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ওয়ালিদ আশরাফ অনশন করেন। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের আশ্বাসেই তিনি পানি আর জুস পানের মাধ্যমে অনশন ছেড়েছেন।

২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের এই ছাত্র বিশ্ববিদ্যালয় ভিসি ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ এ তাবু টাঙিয়ে অনশন করে আসছিলেন। এনিয়ে যদিও নানান কথা রয়েছে।

ওয়ালিদ আশরাফের অনসনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো ও কিছু সাধারণ শিক্ষার্থী ডাকসু নির্বাচনের দাবিতে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা ওয়ালিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জানাগেছে শনিবার দুপুর ১টার দিকে ওয়ালিদ আশরাফকে ভিসি পানি ও জুস পানের মাধ্যমে অনশন ভাঙান। তিনি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, দীর্ঘ ২৭ বছর ডাকসু না হওয়ার যে প্রথা চালু হয়েছে সেটা ভিসি ভাঙবেন কি না এ নিয়ে ছাত্র নেতা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ রয়েছে।

কারণ হিসেবে তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও তার ৯ বছরের উপাচার্যকালীন মেয়াদে ডাকসুর দাবিতে আন্দোলনরতদের বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিলেন।

ভিসি অধ্যাপক. ড মো. আখতারুজ্জামান ডাকসু নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে নির্বাচন আয়োজন করার ব্যাপারে কথা বলবেন বলে ক্যাম্পাসলাইভকে জানান। তবে তিনি কোনো নির্দিষ্ট দিন, তারিখ বলেননি। ডাকসু নির্বাচনের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন।

ভিসি আশ্বাসের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের সঙ্গেও ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন। কিছুদিনের মধ্যে তিনি সব ছাত্র সংগঠনের তালিকা সংগ্রহ করবেন। আমার মনে হয় তিনি নির্বাচনের আয়োজন করবেন।’

ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘যেহেতু ভিসি ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আর ডাকসু নির্বাচনের আয়োজন করতে হলে অবশ্যই নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ক্যাম্পাসে অবশ্যই সব দলের ছাত্র সংগঠনের সহঅবস্থান নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী ক্যাম্পাসলাইভকে বলেন, ডাকসু নিয়ে আমরা আমাদের দাবিগুলো উপাচার্যের কাছে তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা চাইবো দীর্ঘ ২৭ বছরের যে জঞ্জাল রয়েছে ডাকসু নির্বাচন দিয়ে তিনি সে জঞ্জাল সরাবেন।

ওয়ালিদ আশরাফ বলেন, ‘ভিসি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি। তিনি যেহেতু আশ্বাস দিয়েছেন, আমি মনে করে তিনি নির্বাচনের আয়োজন করবেন। অনশন ভাঙলেও ডাকসু নিয়ে ওয়ালিদ কোনো না কোনোভাবে আন্দোলন করে যাবেন।


ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ