Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিজ্ঞানের অধ্যায়ন দিন দিন কমে যাচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ৯ ডিসেম্বার ২০১৭, ০৩:২৪

 

ঢাবি লাইভ: বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান উদ্বোধন করেন।

ইউজিসি'র চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিজ্ঞানের অধ্যায়ন দিন দিন কমে যাচ্ছে। এটা কোন ভাল লক্ষন নয়। বিজ্ঞানের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধি পাবে। তবে শিক্ষাবিদ ও প্রফেসর জাফর ইকবাল ও কেপি বসু গণিতকে আরও আকর্ষণীয় করে তুলেছেন বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান বলেন, ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন ভেদাভেদ করি না। সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয় গুলোর বিভিন্ন সেমিনারে ইউজিসির অংশগ্রহণ থাকে।

বিভিন্ন দেশ থেকে আসা গণিতবিদদের ধন্যবাদ জানিয়ে তিনি জানিয়ে বলেন, বিদেশী অতিথিদের আগমন আমাদের দেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। বাইরের দেশ থেকে আসা গণিতবিদদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অমল কৃষ্ণ হালদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মন্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো: ইউসুফ আলী মোল্লা, ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল আজিজ, বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর সাজেদা বানু।

উক্ত সম্মেলনে ১৩০টি প্রবন্ধ উপস্থাপনের জন্য গ্রহণ করা হয়। নির্বাচিত প্রবন্ধ বাংলাদেশ গণিত সমিতির জার্নালে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে শ্রেষ্ঠ পোস্টার ও প্রবন্ধ উপস্থাপনের জন্য দেশীয় তরুন গণিতবিদদের পুরস্কারের ব্যবস্থা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে জার্মানী, ফ্রান্স, আমেরিকা, ফিলিপাইন, জাপন, শ্রীলংকা, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ২০ জন গণিতবিদসহ ৩০০ শতাধিক গণিতবিদ অংশগ্রহণ করবে বলে আশা করছেন।

উক্ত সম্মেলনে মিডিয়া পার্টনার হিসাবে ইলেক্ট্রনিক মিডিয়া নিউজ ২৪, প্রিন্ট মিডিয়া দৈনিক মানবজমিন, ডেইলি সান, ক্যাম্পাসলাইভ২৪ডটকম অংশগ্রহণ করেন।


ঢাকা, ০৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ