Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে পিডিএফের আয়োজনে প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য সেমিনার

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০৪:৩২

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এর উদ্যোগে এবং বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের পৃষ্ঠপোষকতায় ঢাবির আর. সি. মজুমদার অডিটরিয়ামে (লেকচার থিয়েটার) অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি শিক্ষার্থীদের নিয়ে সেমিনার।

সাদিয়া হোসেন ও আব্দুল্লাহ মাহমুদের পরিচালনায় পিডিএফের সভাপতি জাবের উবায়েদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের শুরু হয় । Free Seminar on Guideline of Higher Study in Abroad শিরোনামের এই সেমিনারে হায়ারস্টাডির জন্য প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা জেনে নেয়।

প্রতিবন্ধি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ আলোচনা এতে ভিন্ন মাত্রা যোগ করে । সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি অর্ণব সাহা। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় দুই শতাধিক
সেমিনার শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অ্যাসিসট্যান্ট প্রফেসর ও পিডিএফের উপদেষ্টা, মো তৌহিদুল হক । তিনি এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ।

প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য পিডিএফের আয়োজনে তিনমাসব্যাপি কম্পিউটার ট্রেনিংয়ের সনদপত্রও বিতরণ করা হয় ।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিএফ সভাপতি জাবের উবায়েদ এবং সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, ইবরাহিম খলিলসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ