Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাদার্ন ইউনিভার্সিটিতে সার্ভে ডাটা এনালাইসিস কর্মশালা

প্রকাশিত: ৬ ডিসেম্বার ২০১৭, ২৩:১৮


সাদার্ন লাইভ: সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে “সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট বিষয়ক কর্মশালা মঙ্গলবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, ইংরেজি বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর শামসুজ্জামান খান, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মোহাম্মদ জন, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ ইংরেজি বিভাগের সকল শিক্ষক।

কর্মশালার প্রথম সেশনে লেকচারার আরমান হোসেইন সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট অব একাডেমিকস, সাইমুনা তারিন সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট অব নন একাডেমিকস এবং শিমুল ভট্টাচার্য সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট অব এমপ্লয়ার বিষয়ে আলোচনা করেন।

পরবর্তী সেশনে লেকচারার শারমিন জাহান ও উম্মে আরাফাত সিদ্দিকী চৌধুরী সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট অব এক্সজিস্টিং স্টুডেন্টস এবং রেবেকা সুলতানা সার্ভে ডাটা এনালাইসিস অ্যান্ড সেল্ফ এসেসমেন্ট অব এলামনাই বিষয়ে আলোচনা করেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী এসেসমেন্ট কমিটির সদস্যদের সার্ভের প্রাপ্ত তথ্যের নিরিখে মতামত তুলে ধরেন।

ইংরেজি বিভাগের প্রধান সাফিন মোহাম্মদ জন সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারি শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান ।


ঢাকা, ০৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ