Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'শিক্ষায় আনন্দ না থাকলে সে শিক্ষা বোধগম্য নয়'

প্রকাশিত: ৪ ডিসেম্বার ২০১৭, ০১:১৭

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্থনীতি বিভাগের ৪১ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ইকনোমেট্রিক্স কর্মশালা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন’ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় অর্থনীতি বিভাগে এই কর্মশালা শুরু হয়।

আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত কর্মশালা চলবে। পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. নুরুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘একটি থিওরিটিক্যাল বিষয়কে শিক্ষার্থীরা বাস্তবে উপস্থাপন করছে। এতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। এমন আয়োজন বিভাগের একটা বড় অর্জন।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আনু মুহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শিক্ষায় আনন্দ না থাকলে সে শিক্ষা বোধগম্য নয়'। ছাত্ররা ইকনোমেট্রিক্স এর মতো একটা কঠিন বিষয়কে ভয় পায়। কাজেই থিওরির সাথে প্র্যাক্টিক্যালি কাজ করলে ভয় কাটিয়ে তা আনন্দদায়ক শিক্ষায় পরিণত হবে।’

পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় অর্থনীতি বিভাগের ৪১ ব্যাচের (মাস্টার্স) ২৩ জন শিক্ষার্থীর মোট ১৩টি গবেষণা উপস্থাপন করা হবে। কর্মশালার উদ্বোধনী দিনে উপস্থাপিত হয়েছে পাঁচটি গবেষণা প্রবন্ধ। এছাড়া গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি স্ট্যাটিস্টিক্যাল সফওয়ার ব্যবহার, গবেষণা পদ্ধতি, গবেষণা প্রবন্ধ উপস্থাপন সহ বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্থনীতি বিভাগের ২৪২ নম্বর কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

অর্থনীতি বিভাগের প্রফেসর মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রফেসর খন্দকার মো. আশরাফুল মুনিম, অ্যাসোসিয়েট প্রফেসর আয়শা সিদ্দিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাহিদ সুলতানা, লেকচারার নুসরাত আফরোজ তানিয়া এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ