Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেরীতে হলেও ঢাবিতে বিজয় র‌্যালি

প্রকাশিত: ৪ ডিসেম্বার ২০১৭, ০১:১৫



ঢাবি লাইভ: দেরীতে হলেও মুক্তির গান ও বিজয়ের গানের মাধ্যমে বিজয়ের মাসকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নানান আয়োজনের মধ্য দিয়ে ওই মাসটি বরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মাসটিকে স্বাগত জানানো হয়। রোববার

র‌্যালিতে নেতৃত্ব দেন ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

ওই র‌্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মো. সামাদ, অধ্যাপক সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা।


র‌্যালিটি অপরাজেয় বাংলা হতে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংগীত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় মুক্তির গান ও বিজয়ের গান।

র‌্যালি শেষে ভিসি আখতারুজ্জামান বলেন, অসম্প্রদায়িক চেতনা, উদরনীতি, মানবিক মূল্যবোধের চেতনা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে।

এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

১৯৭১ সালে যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়েছিল এবং তারই একটি যৌক্তিক পরিণতি হয়েছিল ১৬ ডিসেম্বর। আমরা এই মাসকে স্বাগত জানাই।

উল্লেখ্য ২ দিন দেরীতে হলেও স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ