Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় ঢাবি শিক্ষার্থীদের 'চেইঞ্জ ইজ ইউ'

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ২২:১৬

 

ঢাবি লাইভ: ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও হেট স্পিচ বিরোধী প্রচারণা চালাচ্ছেন ঢাবির একদল শিক্ষার্থী। 'চেইঞ্জ ইজ ইউ' নামের এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত চেতনার বিকাশ ঘটায় এরকম প্রতীকি গ্রাফিতি ও রোড পেইন্ট করে থাকে।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে আইডিয়া শেয়ারিং,নিরাপদ ফেসবুকিং ও প্রাইভেসি বিষয়ক কর্মশালা ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করেন তারা। এর আগে ২৬ ডিসেম্বর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং উদয়ন স্কুল এন্ড কলেজে ক্যাম্পেইন চালায়।

এছাড়া আগামী ৪ ডিসেম্বর ‘পরিবর্তনের গান’ নামে কনসার্টের আয়োজনও করছে দলটি। টিএসসিতে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গান গাইবেন গানকবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড।

জঙ্গিবাদের মূল ও কটূক্তি (হেট স্পিচ) বিরোধী মাসব্যাপী প্রচারণায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। "Change is you" নামের এই দলটি কাজ করছে "Think. Speak. Change" স্লোগানকে সামনে রেখে। মাসব্যাপী এই প্রচারনায় থাকছে কনসার্ট, গ্রাফিটি, রোড পেইন্ট, ফটোগ্রাফি কম্পিটিশন, স্কুল ক্যাম্পেইনিং, সেমিনারসহ নানা আয়োজন। রোকেয়া হল, ববঙ্গবন্ধু হলসহ, ঢাকার বিভিন্ন কলেজে ডিসেম্বরে প্রচারণা চালানো হবে।

ইতোমধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে তারা ব্লু হোয়েল গেমের বিপরীত 'ব্ল্যাক হোয়েল' নামের একটি অনলাইন গেম চালু করেছে তাদের ফেসবুক পেজে। এই গেমের মাধ্যমে তারা ১০ দিনে মানুষের দ্বারা ১০ টি ভাল কাজ করিয়ে তাদের মধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। এই গেমের লক্ষ্য, যাতে ব্লু হোয়েলের নেতিবাচক প্রভাবকে কাটিয়ে সবাই অন্য কিছুতে উৎসাহিত হয়।

ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন লিঙ্গ কিংবা ভিন্ন পোশাকের মানুষদের বিরুদ্ধে করা কটূক্তি এবং জঙ্গিবাদ ও মৌলবাদী আচরণের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করতেই কাজ করে যাচ্ছে ঢাবির এই তরুণ শিক্ষার্থীরা। তাই, এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, ভিডিও, গান শেয়ার করা হচ্ছে তাদের ফেসবুক পেজে। পেজটির ভিউ এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি।

প্রফেসর রোবায়েত ফেরদৌস, সংগীত শিল্পী সায়ান, অভিনেত্রী ত্রপা মজুমদার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভিডিও স্পীচ দিয়ে তরুণদের প্রতি বার্তা দিয়েছেন, সাক্ষাতকার দিয়েছেন, যা পেজে রয়েছে।

প্রতিযোগিতামূলক এই প্রচারণায় বিশ্বের ৮০ টির মত বিশ্ববিদ্যালয় ও এনজিও অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ঢাবির দলটির সার্বিক সহযোগিতায় আছে মুভ ফাউন্ডেশন। আর "p2p campaign" এর অংশ হিসেবে সমগ্র প্রতিযোগিতার প্রচারণার ফান্ড দিচ্ছে ফেসবুক ও সার্বিক সহযোগিতা করছে "Edventure partners"।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা তাহমিনা হক দিনা এই দলটির মেন্টর হিসেবে কাজ করছে, দলটিতে কাজ করছেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: শাহাদাত হোসেন, ম্যাথিউস চিরান, মোর্শেদ ভুইয়া, মীর আরশাদুল হক ও অর্ণব বিশ্বাস। এছাড়াও এই ক্যাম্পেনের ভলান্টিয়ার হিসেবে রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনেক শিক্ষার্থী।

 

ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ