Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি শিক্ষার্থীদের সঙ্গে বচসা : বিজিবির ৫ সদস্য ক্লোজড

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ১৬:১৬


কক্সবাজার লাইভ : টেকনাফে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কথাকাটাকাটির ঘটনায় বিজিবির ৫ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের ক্লোজড করা হয়। এর আগে বিকেলে টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশি করার সময় বিজিবি সদস্যদের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তারা সড়ক অবরোধ করে রাখেন। এনিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

ক্লোজড হওয়া বিজিবি’র সদস্যরা হলেন- হারুন, ইমরান, সবুজ, আহমদ। তবে অন্য জনের নাম নিশ্চিত হওয়া যায়নি।


জাবি শিক্ষার্থীরা জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী সেন্টমার্টিন ভ্রমণে যান। সেন্টমার্টিন থেকে ওইদিন বিকালে কক্সবাজারের উদ্দেশ্যে দমদমিয়া জেটিঘাট হয়ে উপকূলে ওঠার পর বিজিবি তল্লাশি চালায়। এ সময় বিজিবি সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগে শিক্ষার্থীদের সঙ্গে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্য আবু হায়দারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য নিজেদের পোশাকে লাগানো নেইমপ্লেট খুলে ফেলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন।



ঢাকা, ১১ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ