Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুটেক্সে "ক্লাব রোবোটেক্স" এর যাত্রা শুরু

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ০৪:২২

বুটেক্সে লাইভ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিষয়ক ক্লাব "ক্লাব রোবোটেক্স" এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। ইনোভেশন ও রোভোলিউশন স্লোগানকে সামনে রেখে ও বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে "ক্লাব রোবোটেক্স" এর যাত্রা শুরু হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বিকাল ৪ টায় ক্লাবের কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড প্রফেসর ড. মোহাম্মদ আলি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্গত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক আবু সাঈদ বিশ্বাস ও আহসান আহমেদ,ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক মামুন রশিদ ও সালিমা শিমু।অনুষ্ঠানে শিক্ষকদের সামনে স্লাইড প্রেজেনটেশন করেন বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী সাদমান সাকিব।

সাদমান সাকিব তার প্রেজেনটেশনে টেক্সটাইল খাতে রোবোটিক্স এর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তাদের নিজেদের করা সফলতা পাওয়া ৩ টি প্রজেক্টের বিস্তারিত বর্ণণা করেন।প্রজেক্টগুলো হচ্ছে "লাইন ফলোয়ার রোবট", "অবস্টাকল এভোয়েডিং রোবট" ও "এনরয়েড কন্ট্রোল রোবট"। উক্ত প্রজেক্টের মধ্যে এন্ড্রয়েড কন্ট্রোল রোবটের কার্যক্রম অনুষ্ঠানে প্রদর্শন করা হয় যেটি সরাসরি এন্ড্রয়েড ফোনের সাহায্যে পরিচালিত। এছাড়াও "ক্লাব রোবোটেক্স" ভবিষ্যৎ প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে "ড্রোন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি", টেক্সটাইল মারস রোভার", "রোবোটিক আর্ম ফর হেন্ডলিং এ থিন টেক্সটাইল ফাইবার" ও "এন্ড্রয়েড কন্ট্রোলড মাইক্রোস্কোপিচ ভিউয়ার রোবট"।

বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১ ও ৪২ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় "ক্লাব রোবোটিক্স" এর যাত্রা শুরু হল। বিকাল ০৫:৩০ এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ