Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে বাংলার নারী বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ০০:১১

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘গঠন ও পুনর্গঠন: ঊনিশ ও বিশ শতকে বাংলার নারী’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাবির কলা ও মানবিকী অনুষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস গবেষণা কেন্দ্র যৌথ আয়োজন এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের ১১৭ নং কক্ষে সেমিনারটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়।

ইতিহাস বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনিছা পারভীন জলীর সঞ্চালনায় সেমিনারের উদ্বোধনী সেশনের সভাপতিত্ব করেন কলা ও মানবীকি অনুষদের ডিন প্রফেসর মো. মোজাম্মেল হক।

এ সময় তিনি বলেন, এ সেমিনার মাধ্যমে নারীরা তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে পারবে এবং সে অনুযায়ী তারা কাজ করছে পারবে। তবে তাদের সমান অধিকার প্রতিষ্ঠায় পুরুষ সমাজকে সর্বোত্ত ভাবে সহায়তা করতে হবে। এ ধরণের আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করার জন্য তিনি আয়োজক কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

২য় সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে কলকাতার লেডী বেবোর্ন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপরাজিতা সেন গুপ্ত (স্বভাব ও শৃঙ্খলা: হিন্দু জাতীয়তাবাদী চিন্তায় আদর্শনারী ও পরিবার, ১৮৭০-১৯০৫), লরেটো কলেজের প্রফেসর তপতী সেনগুপ্ত (সরলাদেবী চৌধুরানী: আত্মকথায়-স্মৃতিকথায়র পঞ্চাশ বছর; ১৮৯৫-১৯৪৫),

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর ড.জয়ন্ত সেনগুপ্ত (জাতীয়তাবাদের হাঁড়ির খবর: ঔপনিবেশিক বাংলায় রন্ধন বিদ্যা ও খাদ্যাভাস), বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ তানভীর নাসরীন (পশ্চিম বঙ্গে মুসলমান নারী: দেশভাগ ও পরবর্তী ইতিহাস) শীর্ষক গবেষণার উপর বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাবির ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর এটি এম আতিকুর রহমান। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর মির্জা তাসলিমা সুলতানা ও দর্শন বিভাগের সহযোগী প্রফেসর রায়হান রাইন।সেমিনারে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ