Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৬, ১১:০৯

লাইভ প্রতিবেদক: “ফার্মাসিস্টঃ কেয়ারিং ফর ইউ” এই শ্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হল ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৬’।সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই উপলক্ষে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্ত্তজা আলী, ফামের্সী বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্হিত ছিলেন।

এরপর ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে র‍্যালি বের হয়ে একাডেমিক ভবন,বকুল তলা, ট্রান্সপোর্ট ইয়ার্ড,প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের পেছন ঘুরে ওয়াই-ফাই জোনে এসে শেষ হয়। র‍্যালিতে ফার্মেসী বিভাগের প্রায় ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সারাবিশ্বে এই দিবসটি পালন করা হলেও বাংলাদেশে কোনও প্রতিষ্ঠানই ২০১৪ সালের আগে এই দিবসটি পালন করেনি। বিশ্বের সাথে তাল মিলিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রথমবারের মত ‘এক্সেস টু ফার্মাসিস্ট ইজ এক্সেস টু হেল্থ’ স্লোগান সামনে রেখে ফার্মেসী বিভাগ পালন করেছিল ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’।

ফামের্সী বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ এ সম্পর্কে বলেন, ফার্মাসিস্টরা দেশের ভবিষাৎ। তবে বর্তমানে ফার্মাসিস্টদের কিছু না-পাওয়া আছে। কিছু দাবি আছে দাবিগুলো পূরণ করা হলে দেশের উন্নয়নে তারা আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ভালো ফার্মাসিস্ট হবার তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ২৩ তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা শারমিন সাথী জানান, এটা আমাদের জন্য একটা আনন্দের দিন। এবং এর মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ফামের্সী পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ