Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মানষী হত্যার বিচার নিয়ে যা ভাবছেন জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৬, ১০:৫৯

 



জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার গৃহবধু মানষী হত্যার বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন করেছে। এ হত্যাকান্ডের বিচার না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ।


রোববার সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গত ২ সেপ্টেম্বর বগুড়ার আদমদিঘীর বাহাদুরপুর গ্রামের মানষী রানী গুণ (২১) নামের এক গৃহবধুকে স্বামীর বাড়ীর লোকজন শারীরিক নির্যাতন ও জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করে।এব্যারে অভিযোগ করে নিহতের মামাতো ভাই ও জাবির মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. শুভ্র কান্তি দে বলেন, ঘটনায় জড়িতরা এখনো আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি। এ সময় তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাসিসট্যান্ট প্রফেসর বশির আহমেদ, সদস্য প্রফেসর মো. আনোয়ার খসরু পারভেজ, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর আলী আজম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নিহতের স্বামী শ্রী প্রবীর চন্দ্র সরকার, ভাসুর কাঞ্চন চন্দ্র সরকার, শাশুড়ী প্রতীমা রানী সরকার ও ননদ কৃষ্ণ বিশ্বাসের নামে আদমদিঘী থানায় মামলা হলেও তাদেরকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

 

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ