Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে তিনদিন ব্যাপী সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১০ নভেম্বার ২০১৬, ০৩:৩৭

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) এর উদ্যোগে তিনদিনব্যাপী নারীর ক্ষমতায়ন ও অধিকার সচেতনতামূলক সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা ’শি ডায়ালগ ২০১৬’ আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠটির সভাপতি ওয়ালীউল্লাহ বাশার সজীব।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১০ নভেম্বর বৃহ:বার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সেমিনার কক্ষে ”নারীর বৈশ্বিক ক্ষমতায়ন: বাংলাদেশ-এর দৃষ্টিকোণ” শীর্ষক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক প্রফেসর রাশেদা আক্তার।

এবারের বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে আগদ মোট ২৪টি দল অংশগ্রহন করবে। এতে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের জন্য উন্মুক্ত পাবলিক স্পিচ প্রতিযোগিতা থাকছে। প্রত্যেক প্রতিযোগিতায় শুধু নারীরাই অংশ গ্রহণ করতে পারবেন।

১২ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ওয়াইসিডি বাংলাদেশের সিইও কামরুল হাসান সোহাগ প্রমুখ। সমাপনী শেষে ব্যান্ড ’মেঘদল’ গান পরিবেশন করবে।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পাভেল রহমান, ওয়াইসিডি বাংলাদেশের প্রজেক্ট হেড সুলতানা মেহজাবীন, অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড ম্যানেজার মাহরান মুহাম্মদ ফাদলুল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ