Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষক মাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে: জাবি ভিসি

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৬, ২১:৩৮

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত (Pedagogy and Metacognitive Tools and Techniques) শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, প্রশিক্ষণ অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়। একাডেমিক মান উন্নয়নে আইকিউএসি বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। ভিসি তাঁর ভাষণে আরো বলেন, শিক্ষকমাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন আইকিউএসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. অজিত কুমার মজুমদার।

অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এস এম হাফিজুর রহমান ও প্রফেসর ড. মাহবুব আহসান খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


ঢাকা, ৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ