Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবিতে আরাকানের রোহিঙ্গা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ অক্টোবার ২০১৭, ০০:৩০

 

গণবি লাইভ: সাভার গণ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের আয়োজনে “মিয়ানমার জাতীয় সংহতির সমস্যা: প্রেক্ষিত আরাকানের রোহিঙ্গা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ডা. লায়লা পারভীন বানু।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. এম নজরুল ইসলাম। তিনি বলেন-রোহিঙ্গারা ব্রিটিশ শাসনামলের আগ থেকেই মিয়ানমারের অধিবাসী ছিল কিন্তু ১৯৪৮ সালের পর থেকে অর্থাৎ মিয়ামনার স্বাধীন হওয়ার পর থেকে সে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী বর্মি-উগ্র জাতীয়তাবাদের শিকার হয়। বর্মি জাতীয়তাবাদীরা রোহিঙ্গাদেরকে বার্মার নাগরিক বলে স্বীকার করতে রাজি নয় কারণ তারা বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, তারা মুসলমান। একারণেই রোহিঙ্গারা পরিচয় সংকটে পড়ে।

পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব) এর প্রফেসর ও লেখক ড. সলিমুল্লাহ খান, দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান ও গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ।

বক্তারা বলেন- বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তারা কোন ধর্মের বা ভাষার লোক সেটা বড় কথা নয়। রোহিঙ্গারা মিয়ানমারের বৈধ নাগরিক, তাই তাদেরকে বৈধ নাগরিকের স্বীকৃতি দিয়ে দেশে ফিরিয়ে নিতে হবে।

সর্বশেষে বক্তারা দাবি করেন-প্রতিবেশী ভারত, চীনসহ বিশ্বের অন্যান্য দেশগুলো মানবতার ডাকে সাড়া দিয়ে মিয়ানমারকে বাধ্য করবে রোহিঙ্গা সংকটের গণতান্ত্রিক সমাধান দিতে।

গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল জুবেরী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ