Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৭, ২১:৫০


লাইভ প্রতিবেদক: হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এরফল সেমিস্টার ২০১৭”-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদযাপিত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এই পোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মোতাওয়াল্লী ব্যবস্থাপনা পরিচালক . হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান এবং ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা: কে আজাদ খান।

ভিসি প্রফেসর . মো: আব্দুল মান্নান-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য প্রফেসর হাকীম শিরী ফরহাদ, লে: কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অব:), মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া (রাসেল), ট্রেজারার প্রফেসর . মো: গোলাম মরতুজা, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার মোঃ লুৎফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান এবং ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা: কে আজাদ খান তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারবে যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান যে তাঁরা যেন তাদের সন্তানদের আলোকিত মানুষ হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

প্রধান অতিথি . হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া তাঁর বক্তৃতায় নতুন শিক্ষার্থীদের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্বাগত জানান এবং নতুন শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে দেশ জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

ভিসি . আব্দুল মান্নান তাঁর বক্তৃতায় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং ৯৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হামদর্দ বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষার জন্য নির্বাচিত করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তৃতায় নতুন শিক্ষার্থীদের দেশ জাতির জন্য মানবতামূলক কাজ করার উপদেশ প্রদান করেন। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংক্ষেপে শিক্ষার্থীদের শিষ্টাচার তাদের দায়িত্ববোধ সর্ম্পকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন

 

ঢাকা, ০৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ