Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি প্রো-ভিসিকে জীবন নাশের হুমকি!

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৭, ০১:৪২


জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. আমির হোসেনকে মোবাইল ফেনে কোপানোর হুমকি দেয়া হয়েছে। তিনি বিষয়টি ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামকে অবহিত করেছেন এবং আশুলিয়া থানায় একটি জিডি করেছেন (জিডি নং ২৪১)।

প্রফেসর ড. আমির হোসেন এ বিষয়ে জানান যে, ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট থেকে সিনেট সদস্য নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। আমি একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ভোটারকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। সবাই যেন ভোটার হন এবং অনলাইন প্রক্রিয়াটি কি সেটা বুঝিয়ে বলার জন্য ফেইস বুকে আমি বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়েছি।

গতকাল আমি সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার কাজে ব্যস্ত ছিলাম। সেই সময়ে সন্ধ্যা ৬-৫৫ মিনিটে ০১৯৭৭৮২৩৩৫০ নাম্বার মোবাইল ফোন থেকে আমার ফোনে একটি কল আসে। নাম্বারটি ছিল অচেনা। আমি কলটি রিসিভ করি। ওপাশ থেকে পরিচয় দিয়েই কথা শুরু করেন। কিন্তু আমি চিনতে পারিনি।

তিনি সিনেট নির্বাচন নিয়ে কথা বলেন এবং অশ্রাব্য ভাষায় প্রাক্তন ভিসি প্রফেসর ড. শরীফ এনামুল কবিরকে গালি দেন এবং নানা প্রসঙ্গের অবতারনা করেন।

তিনি দাবি করেন তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি প্রফেসর ড. শরীফ এনামুল কবির আহুত আগামী ৬ অক্টোবর ২০১৭ তারিখের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণের মহাসমাবেশ নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং সমাবেশে এসে প্রতিবাদ জানানোর হুমকি দেন।

আমি তাকে বলি, আপনারা আলাপ আলোচনা করে দূরুত্ব কমিয়ে আনেন না কেন। এই পর্যায়ে তিনি আমাকে বলেন, ‘কোবামু কোবামু কোবামু’। আমি বিব্রত বোধ করে লাইন কেটে দেই।’

প্রফেসর ড. আমির হোসেন বলেন যে, এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং জীবন নাশের হুমকির শামিল। এর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার তিনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ