Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মসজিদ নিয়ে আস্ফালন, শেকৃবির সেই নেতাকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ৪ অক্টোবার ২০১৭, ০৮:২১

টাঙ্গাইল লাইভ : গোপালপুরে মসজিদ উঠিয়ে দেয়া নিয়ে আস্ফালনকারী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতা বিলাস পালকে খুঁজছে পুলিশ। তার নামে টাঙ্গাইলের গোপালপুর থানায় মামলা করা হয়েছে। ধর্ম নিয়ে কটূক্তি করায় পরিস্থিতি সামলাতে ওই নেতার বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করে পুলিশ।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, গত ১ অক্টোবর পৌরশহরের পালপাড়া পূজা মণ্ডপের প্রতিমা বৈরান নদীতে বিসর্জনের আগে শোভাযাত্রা বের করা হয়। আসরের আযানের সময় ওই র‌্যালি কোনাবাড়ি মসজিদ অতিক্রম করার সময় মুসুল্লীরা মাইক ও ঢোল না বাজানোর জন্য অনুরোধ করেন।

কিন্তু মাইক বা ঢোল বন্ধ করা হয়নি। এসময় পাল পাড়া মহল্লার বিমল পালের ছেলে বিলাস পাল মাইকে ঘোষণা দেন, “সব মসজিদ উঠাইয়া দাও, মসজিদ কিসের, সব থাকবে মন্দির, সব থাকবে মন্দির।” মাইকের এ ঘোষণা আগ্রহী কয়েকজন ভিডিও হিসাবে ধারণ করে।

পরে তা ফেইসবুক আইডিতে আপলোড করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং মুসুল্লীরা প্রতিবাদ জানান। ঘটনাটি সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নেয়ার আশঙ্কায় পুলিশ মঙ্গলবার সকালে ইমাম সমিতি ও মুসল্লিদের নিয়ে থানায় বৈঠক করেন। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গোপালপুর থানার দারোগা মোঃ হান্নান বাদী হয়ে একমাত্র বিলাস পালকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা হাসান জামিল জানান, আসামী বিলাস পালকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। উত্তেজনা প্রশমনে পুলিশি এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।


ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ