Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বৃক্ষপ্রেমী যে ভিসি!

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৭, ০০:৪৮


মোঃ রেজোয়ান হোসেন: বৃক্ষকে যিনি অধিক ভালোবাসেন, একান্ত সময়গুলো পার করেন বৃক্ষ পরিচর্যা করে। দূর্গা পূজা ও আশুরা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পাঁচ দিনের বন্ধ থাকা স্বত্তেও ছুটির এই দিনগুলো নিজের পরিবারের সাথে ব্যয় না করে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক প্রজাতির কয়েক হাজার গাছ লাগিয়েছেন নিজে উপস্থিত থেকে।

প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গাছ লাগিয়েছেন ও পরিচর্যা করেছেন নিজ হাতে দা, কোদাল ও কাচি নিয়ে। তার এই কাজে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রোভার স্কাউট, কর্মচারী ও মালীরা।

এতক্ষণ বলছিলাম গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন স্যারের কথা, যিনি ঊষর মরুর বুকে প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন।

২০ ফুট জলাশয়কে বালু ভরাট করে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো তৈরির কাজ শুরু করা হয় ২০০৯ সাল থেকে। শিক্ষা কার্যক্রম শুরু করা হ্য় ২০১২ সাল থেকে। এরপর কয়েক দফা গাছ লাগানোর কর্মসুচি গ্রহণ করা হলেও তা পুরোপুরি ব্যর্থ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা স্বপ্নেও ভাবেনি এই ক্যাম্পাস একদিন মরুভূমি থেকে সবুজের ক্যাম্পাসে পরিণত হবে।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারিতে দ্বিতীয় ভিসি হিসেবে নিয়োগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন। যোগদানের প্রথমদিনে তিনি বলেছিলেন, এই মরুময় ক্যাম্পাসকে তিনি সবুজের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন। তিনি কঠোর পরিশ্রমের দ্বারা সেটা করেছেন।

মাত্র দুই বছরে তার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশের সর্ববৃহৎ উদ্ভিদ সংগ্রহশালায় পরিণত হয়েছে। ক্যাম্পাসে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ঔষধি ও বনজ বৃক্ষ। সবুজের কার্পেটে ঢাকা এ শিক্ষাঙ্গনের ক্যাম্পাস এখন অযুত বৃক্ষরাজীর মেলা। প্রান ভরে যায় এর নৈসর্গিক পরিবেশ দেখলেই।

এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২৬ হাজার গাছ। এছাড়া গোপালগঞ্জ কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ এবং ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নার্সারি প্রথম স্থান অধিকার করেছে এবং বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০১৬ এর খ শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছে।

 

ঢাকা, ০২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ