Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অপর পক্ষকে ফাঁসাতে গিয়ে একি করলেন ছাত্রলীগ কর্মী!

প্রকাশিত: ১ অক্টোবার ২০১৭, ০২:৫১


মাভাবিপ্রবি লাইভ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ তুহিন ইসলাম স্বার্থকের আহত হওয়ার ঘটনার জট খুলতে শুরু করেছে। গত ২৫ সেপ্টেম্বর বিকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নিবিড় পালের সমর্থকরা হামলা করে আহত করেছে বলে অভিযোগ করেছে স্বার্থক ও সাইদুর সমর্থকরা। ঘটনার পর বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও প্রত্যক্ষদর্শীসহ অনেকেই এখন ঘটনার বর্ণনা দিতে শুরু করেছে। জানা যায়, নিবিড় পাল ও সাইদুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে অনেকদিন থেকেই ঠান্ডা যুদ্ধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শরীরে ছুরি দিয়ে কেটেছে বলে ধারনা করছে অনেকেই।

এদিকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, জাতিসংঘের সাধারন অধিবেশনে শান্তির মডেল প্রস্তাব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত ২৩ সেপ্টেম্বর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে মাভাবিপ্রবি ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলে নিবিড় পাল সমর্থক বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের দুই শিক্ষার্থী না আসায় তাদেরকে গালি গালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয় সাইদুরের সমর্থক তুহিন ইসলাম স্বার্থক।

একই সাথে বঙ্গবন্ধু হলে নিজ কক্ষে দেখা করতে বলেন স্বার্থক। কিন্তু তারা রুমে না গিয়ে নিবিড় সমর্থক হিসেবে পরিচিত তাদের সিনিয়র ভাইদের বিষয়টি জানায়। পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর সোমবার বিকালে তারা স্বার্থকের সাথে ফোনে যোগাযোগ করেন। এ সময় স্বার্থক তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যাওয়ার জন্য বলেন। তারা প্রধান গেটে গেলে স্বার্থকের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে উপস্থিত লোকজন সকলকে নিভৃত করেন।

প্রত্যক্ষদর্শী প্রধান ফটকের চায়ের দোকানদার মিঠু বলেন, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। দুই এক কথায় হঠাৎ করেই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভবিক হয়ে যায়। এরপর সম্পূর্ণ সুস্থ সাভাবিক ভাবে স্বার্থক তার মটরসাইকেল নিয়ে তীব্র বেগে ক্যাম্পাসের ভিতরে দিকে যায়। কিন্তু প্রধান ফটক লাগানো থাকায় কর্তব্যরত নিরাপত্তা কর্মীকে গালি গালাজ করে গেট খুলতে বলেন। তবে সেখানে হাতাহাতির সময় কাউকে ছুরিকাঘাত করার কোন ঘটনা ঘটেনি। এসময় সাইদুর নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে মিঠু জানান।

এ ব্যাপারে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নিপু ভৌমিক বলেন, দ্রুত বেগে মটরসাইকেলে আসা স্বার্থক অকথ্য ভাষায় গালি গালাজ করতে করতে বঙ্গবন্ধু হলে প্রবেশ করে। একটু পরেই আবার বের হয়ে যায়। এ সময় তার বাম হাতে একটি ছুরি দেখা গেছে। মোটর বাইকে উঠার আগে ছুরিটি কাপড়ে গুজে নেয় স্বার্থক। যাওয়ার সময় আরও একটি ছেলেকে বাইকের পিছনে বসিয়ে দ্রুত বেগে চলে যায়। হলের সিসি ক্যামেরার ফুটেজ ও সিকিউরিটি গার্ডের বক্তব্য নিলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান নিপু।

স্বার্থকের উচ্চস্বরে গালি গালাজের শব্দ শুনে রুম থেকে অনেকেই বেরিয়ে আসেন এবং একই ঘটনা দেখতে পান বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৌরভ বলেন, আমি হলের রিডিং রুমে পড়ছিলাম। হঠাৎ উচ্চস্বরে গালিগালাজের শব্দ শুনে রুম থেকে বের হয়ে হলের গেটের দিকে আসি। তখন দেখি, স্বার্থকের বাম হাতে একটি ছুরি। পরে একটি ছেলেকে সাথে নিয়ে তীব্র বেগে মটরসাইকেল নিয়ে চলে যায়।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মুজিবুল্লাহ বলেন, পরীক্ষা শেষ হওয়ায় ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে ছিলাম। শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছন থেকে তীব্র বেগে একটি মটরসাইকেল আমাকে পাশ কাটিয়ে বঙ্গবন্ধু হলের দিকে যায় স্বার্থক। একটুর জন্য আমার শরীরের সাথে আঘাত লাগেনি। আমি “স্বপ্নচত্তর” গিয়ে বসতে বসতেই একই মটরসাইকেল তীব্র বেগে আরও একজনসহ ফিরে এসে মেডিকেল সেন্টারের পিছনে লিচু গাছের নিচে গিয়ে থেমে যায়। সেখানে সাইদুর গ্রুপের আরও ৮-১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। একটু পর সেখান থেকে চিৎকার শুনতে পাই।

এর পর সেখানে থাকা ৮-১০ জনের মধ্যে ৪-৫ মিলে একজনকে কাঁধে ভর করে ভোকেশনালের বারান্দা দিয়ে মান্নান হলের দিকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই প্রশাসনিক ভবনের দিক থেকে আসা প্রক্টর স্যারের গাড়ি দ্রুত বেগে মাঠের মধ্য দিয়ে মান্নান হলের দিকে যায়। এর পরেই যায় এ্যাম্বুলেন্স। মান্নান হল থেকে এ্যাম্বুলেন্সে করে একজনকে হাসপাতালে নিয়ে যায়।

 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ