Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে এক শিক্ষকের পদাবনতি!

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার ২০১৭, ২৩:২৪

লাইভ প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষকের পদাবনতি হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় তাঁকে এই পদাবনতি করা হয়। ওই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর। বর্তমানে তাঁকে লেকচারার করা হয়েছে।   

গত ২৪  আগস্ট  বিশ্ববিদ্যালয়ের ৭৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দর্শন বিভাগের ওই শিক্ষকের নাম আসমাত আরা ইসলাম। তিনি যুক্তরাজ্য থেকে গত মাসে দেশে এসেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, ‘প্রশাসনকে না জানিয়ে বিদেশ ভ্রমণ করলে নিয়মের মধ্যেই সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়। ওই শিক্ষকের ক্ষেত্রেও তাই হয়েছে। 

জানা যায়, আসমাত আরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত ও যোগাযোগ না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে দুই বার কারণ দর্শানোর নোটিশ দেয়। তিনি নোটিশের কোনো সদুত্তর দিতে না পারায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও শিক্ষকের কারণ দর্শানোর নোটিশের বিষয়ে পর্যালোচনা করে পদাবনতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এ বিষয়ে আসমাত আরা ইসলাম বলেন, ‘স্নাতকোত্তর করার জন্য আমি ছুটি নিয়েছিলাম। এরপর স্নাতকোত্তর শেষে দেশে এসে বিভাগে যোগদান করি। পরে সমাবর্তন যোগদান ও থিসিস জমাদানের জন্য ২০১৬ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে যাই এবং আগস্টে চলে আসি। এই কয়েকদিনের জন্য আমি কোনো অনুমতি নিইনি। তবে আমার কাছে পাঠানো নোটিশের জবাব দিয়েছি। তারপরও সিন্ডিকেট আমার পদাবনতির সিদ্ধান্ত নিয়েছে।’

 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ