Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবির লোক প্রশাসন বিভাগের প্রথম নারী সভাপতি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০৪:৫৩

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ড . জেবউননেছা। তিনি বিভাগের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। 

বুধবার বিভাগটির বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ ছায়েদুর রহমানের নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

নতুন দায়িত্ব সম্পর্কে প্রফেসর জেবউননেছা বলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব। এজন্য তিনি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

ড . জেবউননেছা ১৯৯৪ সালে নারায়নগঞ্জের নারায়নগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম শ্রেণীতে এসএসসি ও ১৯৯৬ সালে নারায়নগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এইসএসসি পাস করেন। 

তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও পরে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 

এছাড়াও তিনি ভারতের বর্ধমান ইউনিভার্সিটি থেকে ‘পোস্ট ডক্টরেট রিসার্চ’ ডিগ্রি লাভ করেন।

তিনি ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে অ্যাসিসট্যান্ট প্রফেসর, ২০১৬ সালে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ