Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ডে "বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি"

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০০:৪৫

স্টামফোর্ড লাইভ: সুচিন্তা ফাউন্ডেশন, অনলাইন পোর্টাল আজ সারাবেলা এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মিলিত আয়োজনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে হয়ে গেলো "বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি" শীর্ষক সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর মোহাম্মদ আলী নকি। বঙ্গবন্ধুর গল্প বলেন বীর মুক্তিযোদ্ধা হাবীব, সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর কানতারা কে খান, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো.আবদুল মতিন। সঞ্চালনা করেন আজ সারাবেলা সম্পাদক জাব্বার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি মো.আলী নকি বলেন, " মুক্তিযোদ্ধাদের প্রাণদানে গড়া এ বাংলাদেশ, আর বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার রুপকার।" ভিসি তার বক্তব্যে আরো জানান, বুয়েটে পড়াকালীন তার ও তার বন্ধুদের করা ছয় শতাধিক মুক্তিযুদ্ধের স্মৃতিপত্র তাদের সংগ্রহে রয়েছে,যেটি প্রথমা প্রকাশন প্রকাশের উদ্দ্যোগ নিচ্ছে।"

মুক্তিযোদ্ধা মো.হাবীব তার বক্তব্যে বঙ্গবন্ধুর সাথে তার কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন এবং বলেন " যত কষ্টই করেছি, জাতির পিতা যখন কাঁধে হাত দিয়ে বলেন পড়াশোনাটা করিও। তখন সব দু:খ শেষ হয়ে যায়। আর সেই পিতাকেই আমরা
বাঙ্গালীরা হত্যা করি।"

সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর কানতারা কে খান তার বক্তব্যে ১৯৪৮ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, "বিশ্বনেতাদের প্রশংসার শীর্ষস্থানে ছিলেন জাতির পিতা।" কানতারা কে খান আরো বলেন, সুচিন্তা ফাউন্ডেশন এবং আজ সারাবেলা যৌথভাবে গত দেড় বছর নিয়মিত এআয়োজনটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে করে যাচ্ছে।

সমাপনী বক্তব্যে রেজিস্টার মো.আবদুল মতিন এরকম একটি শিক্ষামূলক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা এবং অনুষ্টানের মূল সমন্বয়ক রেহানা আক্তার, সুচিন্তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মেহেদী হাসান সাব্বির প্রমুখ।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ