Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে বেপোরোয়া যুবক, পিটিয়ে ৫০হাজার টাকা আদায়!

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৭, ০৩:৫৫

লাইভ প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেপরোয়াভাবে প্রাইভেট কার চালানোর দায়ে বহিরাগত এক যুবককে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মাহফুজ নামে এক যুবক দ্রুত গতিতে প্রাইভেটকার নিয়ে বোটানিক্যাল গার্ডেন মোড় অতিক্রম করছিলেন।

এসময় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শামীম ইয়াসিন শাফিন ও আসিফ নিরাপত্তা কর্মীদের সহযোগীতায় ওই যুবককে আটক করে বেধড়ক মারধর করে। মারধরের সময় শাফিনের মোবাইল ফোন মাটিতে পড়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

মোবাইল ভেঙ্গে গেছে এমন অভিযোগ তুলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় ওই যুবকের কাছ থেকে ৫০ হাজার টাকা ‘জরিমানা’ আদায় করেন। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। মারধরকারী দুইজনই শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী।  এদিকে ওই যুবকের গাড়ি থেকে ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।

এ বিষয়ে মারধরের শিকার মাহফুজ জানান, আমি স্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে আসলে আমার গাড়িটি আটকিয়ে রাখা হয়। পরে কিছু যুবক এসে আমাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে নিরাপত্তায় শাখায় নিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।

এ বিষয়ে শামীম ইয়াসিন শাফিন বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণ জানতে চাইলে ওই যুবক আমাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে এক পর্যায়ে আমার মোবাইল ফোন ভেঙ্গে যায়। এ কারণে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উলে­খ করেন তিনি।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ