Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবির ভর্তি পরীক্ষায় এ কেমন ‘সহযোগিতা কেন্দ্র’!

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৭, ০৪:০১

  

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চলাকালীন পরিক্ষার্থীদের কাছ থেকে তাদের ব্যাগ, মোবাইল ও সাথে থাকা অতিরিক্ত জিনিসপত্র আমানত রাখার নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে কয়েকটি সংগঠনের বিরুদ্ধে। 

গত ২২শে সেপ্টেম্বর,  শুক্রবার জবির ‘খ’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সাথে ছিল ব্যাগ ও অন্যান্য অতিরিক্ত কাগজপত্র। 

তাই শিক্ষার্থীরা অসহায় হয়ে ঐসব   কাছে তা জমা রাখে। কিন্তু পরীক্ষা শেষে ফেরত নেয়ার সময় তাদের কাছ থেকে সেবামূল্য হিসেবে  নির্দিস্ট পরিমান টাকা আদায় করা হয়। 

“ভারটেক্স গ্রুপ” ও “আলোর পথে” সহ কয়েকটি ব্যানারে কয়েকটি গ্রুপ এ সকল ব্যাবসায় জড়িত ছিলেন। 

এ ব্যাপারে ‘আলোর পথে’ সংগঠনের আহ্বায়ক তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে উপার্যিত অর্থ পথশিশুদের জন্য ব্যয় করা হবে। অন্যদিকে ভারটেক্স গ্রুপের পক্ষ থেকে উত্তোলিত টাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানান । 

তবে উভয় পক্ষই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অনুমতি নেয়নি বলেই প্রশাসন সুত্রে নিশ্চিতভাবে জানা যায়। ভর্তি পরিক্ষা চলাকালীন এরকম ঘটনা জবির সুনাম ক্ষুন্ন করেছে। 

এ নিয়ে খোদ জবির শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। এ কাজে জড়িত ব্যাক্তিদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার দাবী জানান সাধারন শিক্ষার্থীরা। 

এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রতিবাদ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কিছু পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

 

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ