Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে জবি শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বার ২০১৭, ০২:৪২

জবি লাইভ: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান হত্যাযজ্ঞ ও নির্যাতন সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপি আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। তাদের উপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিভিন্ন ছবি ও ভিডিও নাড়া দিয়েছে বিশ্ব বিবেক। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশে এর তোপ ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। 

মিয়ানমারের চলমান হত্যাকান্ডের বিরুদ্ধে দেশব্যাপি বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল’ 

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচির কার্যক্রম শুরু হয়। জবি’র কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে ভাস্কর্য চত্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। 

নীলদলের সভাপতি ড. আঈনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নীলদলের সাবেক সভাপতি ড. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ আলম, জবির সাবেক ট্রেজারার ড. শওকত হোসেন ভুইয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সাইফুদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম ও ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি রুহুল আমিন প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভুমিকা ও বিশ্বব্যাপি জনমত গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। চলমান সংকট নিরসনে বিশ্ব নের্তৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের দাবী রাখেন। এবং রোহিঙ্গা সংকট নিরসনে জবি শিক্ষকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

 

ঢাকা, ২১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ