Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ‘গ’ ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০৫:১৪

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিট ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের (লিখিত) ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এতে ‘গ’ ইউনিটে ১৪.৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। ‘চ’ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ১৫৫২ জন। 

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। 

এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে গত শুক্রবার ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তিচ্ছু ২৯ হাজার ৩১৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৮ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪ হাজার ১৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। অনুত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৮০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬৫ জন। ‘গ’ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ২ শ ৫০টি। 

‘চ’ ইউনিটে ভর্তিচ্ছু ১৩ হাজার ৪৭৮জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ হাজার ৭৪ জন পরীক্ষায় অংশ নেন। এতে আগামী ২৩ সেপ্টেম্বর ১৫৫২ জন ড্রয়িং পরীক্ষায় অংশ নিবেন। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। 

এছাড়া ‘গ’ ইউনিটের জন্য DU GA লিখে Lroll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে send  করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন। ‘চ’ ইউনিটের রেজাল্ট একই প্রক্রিয়া জানা যাবে। বিস্তারিত ‘চ’ ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ