Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউআইটিএস’র স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষ রোপন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০২:১১


লাইভ প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর স্থয়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।


এ কর্মসূচিতে বাঙ্গালীর শতবর্ষের ঐতিহ্য বট বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি স্বনামধন্য অভিনেতা, নাট্য পরিচালক এবং সাংস্কৃতিক সংগঠন চারুনীড়মের প্রতিষ্ঠাতা গাজী রাকায়েত।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান।


বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, বিশিষ্ট আবৃত্তিকার, উচ্চারণ বিশারদ ও চারুনীড়মের সহ- সভাপতি গোলাম সারওয়ার, নাট্যকার ও চারুনীড়মের সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার, বিশিষ্ট অভিনেত্রী নাদিয়া আহমেদ, রাজু আলিম এবং ইউআইটিএস এর শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ দেশের বিশিষ্ট গণ্যমান্য শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।


এ সময় চারুনীড়মের অঙ্গ সংগঠন চারমাত্রার ইউআইটিএস-এর আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন গাজী রাকায়েত। ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ছাত্র উপদেষ্টা মো: তারিকুল ইসলামকে আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএস এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ