Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৭, ০১:৪৪


জাবি লাইভ: রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নিপীড়ন ও গণহত্যা বন্ধের দাবিতে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে নিশাত তাসনিম (জুঁই) এর সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যাকে আমরা ধর্মীয় দমন হিসাবে দেখি না, এইখানে শুধু মুসলমান নয়, হিন্দু-খ্রিষ্টানদেরও নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর পিছনে গভীরভাবে অর্থনীতি, ক্ষমতার রাজনীতি এবং ভূ-রাজনীতি জড়িত আছে, আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে এসে রোহিঙ্গা সমস্যার সমাধান করা করুক।’

এসময় জাবি ছাত্রফ্রন্টের পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘রোহিঙ্গা নিপীড়ন আজ নতুন নয়, যখন মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করলো ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ সরকারের উচিত ছিল তাদের পরিকল্পনা নির্ধারণ করা, দেরিতে হলেও বাংলাদেশ সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

জাবি ছাত্রফ্রন্টের সদস্য মোহাম্মদ দিদার বলেন, ‘রোহিঙ্গারা এই বিশ্বে জন্মগ্রহণ করেও তারা থাকার জায়গা পাচ্ছে না, এই পুঁজিবাদী ও ক্ষমতার লড়াইয়ের বিশ্বে এইটাই হওয়া অনিবার্য ছিল, আমরা মিয়ানমার সরকারের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি করছি।’

 

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ