Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবি’তে স্থপতি, স্থাপত্য ও জনগণ এবং জ্বালানী নিরাপত্তা নিয়ে মুক্ত আলোচনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৭, ০১:২৩



গণবি লাইভ: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘স্থপতি, স্থাপত্য ও জনগণ এবং জ্বালানী নিরাপত্তাঃ সংস্কার ও সক্ষমতা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থপতি, স্থাপত্য ও জনগণ নিয়ে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন এবং জ্বালানী নিরাপত্তা, সংস্কার ও সক্ষমতা বিষয়ে আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন ও জ্বালানী বিশেষজ্ঞ ড. এম. শামসুল আলম।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ লায়লা পারভিন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ মেসবাহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের আসন গ্রহনের পর স্থপতি মোবাশ্বের হোসেন তার আলোচনায় স্থপতি এবং স্থাপত্যের সাথে জনগণ তথা মানুষের সম্পর্ক তুলে ধরেন। তিনি আলোচনার শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে সম্বোধন করে বলেন, ‘ একজন স্থপতিই শুধুমাত্র সৃষ্টির পূর্বেই তার সৃষ্টির স্বপ্ন দেখেন। তোমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা যদি স্থপতি হয়ে সুন্দর স্থাপত্যের স্বপ্ন দেখ তবে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে’। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে উল্লেখ করে বলেন, ‘ জাতির পিতা চেয়েছিলেন শুধু ঢাকা নয়, সারা দেশ কে নিয়ে ভাবতে’।

স্থপতি মোবাশ্বের হোসেন তার আলোচনায় দেশের নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নদী ধ্বংসকারীদের যুদ্ধাপরাধীদের সাথে তুলনা করে বলেন, ‘ প্রয়োজনে যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করে নদী ধ্বংসকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কেননা তারা নদী ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিচ্ছে’।

এরপর জ্বালানী নিরাপত্তা, সংস্কার ও সক্ষমতা বিষয়ে আলোচনায় ড. এম. শামসুল আলম কম খরচে সবার জন্য বিদ্যুৎ এবং সবার জন্য জ্বালানী নিশ্চিত হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি ভিন্ন ভিন্ন সময়ে দেশে জ্বালানীর অপচয়ের ঘটনা তুলে ধরে সকলকে জ্বালানীর অপচয় রোধ এবং জ্বালানীর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ