Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বার ২০১৭, ২১:২২


জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৭ উদ্বোধন করা হয়েছে। ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সকালে বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দক্ষিণ পাশে পুকুর পাড়ে জাকার্যান্ডা (নীল কৃষ্ণচূড়া) গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে ভিসি পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ এবং পরিপূর্ণ বয়স হওয়ার পর বৃক্ষ কাটার ওপর মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গাছের চারা রোপণ করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে শিক্ষক, অফিসার, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, এবার বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টিকোমা, দৈ গোটা, মেহগনি এবং অন্যান্য বনজ ও ফলদ ৫ শ বৃক্ষ রোপণ করা হবে।

 

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ