Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার হচ্ছে

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৭, ২৩:০৪

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন ভিসি প্রফেসর ফারজানা ইসলাম।

এ বিষয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসন, শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমাদের আপোষনামা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আমরা স্বাক্ষর করবো। তারপর পুলিশ আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে দিবে। আমরা আশা করি আগামী ১৪ সেপ্টেম্বর আমাদের হাজিরার তারিখ আছে, সেদিন মামলা নিষ্পত্তি হয়ে যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও মামলার বাদী আবু বকর সিদ্দিক বলেন,‘শিক্ষার্থীদেরকে আপোষনামা দিতে বলা হয়েছে। তারা দিলে আমরা পুলিশের কাছে দিব। পুলিশ মামলা নিষ্পত্তিকরণে পরবর্তীতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবে।’

বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, প্রক্টর তপন কুমার সাহা, কোষাধক্ষ্য অধ্যাপক শেখ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন, নাজির আহমেদ চৌধুরী জয়, অলিউর রহমান সান, মাশুক হেলাল অনিক, মাহথীর মুহাম্মদ, নাজমুল হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধকালে পুলিশের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনে ভাঙচুর করলে জরুরি সিন্ডিকেট ডেকে ৫৬ শিক্ষার্থীর নামে মামলা দেয় প্রশাসন। পরে এ মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। এ আন্দোলনের মুখে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জাবি প্রশাসন।

 

ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ