Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার নিলেন ভিসি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৭, ০৫:১৫


লাইভ প্রতিবেদক: অভাবের কারণে শ্রমিকের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে পঙ্গু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মো. আশরাফুলের চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশরাফুলকে ঝিনাইদহ থেকে ঢাকায় আনার এম্বুলেন্স ভাড়াসহ সমস্ত চিকিৎসার ব্যয়ভার ভিসি নিয়েছেন। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে।


উল্লেখ্য, গত ২৭ আগস্ট ঈদুল আযহার ছুটিতে আশরাফুল বাড়িতে যান। ঈদের ও পড়ার খরচ জোগাড় করার জন্য পরদিন ২৮ আগস্ট সকালে সে রাজ মিস্ত্রির সাথে ট্রলিতে দৈনিক ৫০০ টাকা মুজুরিতে ঢালাই কাজে কুষ্টিয়ার হরিনারায়নপুর যাচ্ছিলেন।

কুষ্টিয়ার বাগচড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। সড়ক দুর্ঘটনায় আশরাফুলের বাম পা ভেঙ্গে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারটি এতটাই হতদরিদ্র যে জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশরাফুলকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এ অবস্থায় তার চিকিৎসার ভার নিলেন জবি ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান।

আশরাফুলের পিতা মো. ছানোয়ার হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা। মেধাবী ছাত্র আশরাফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মান শ্রেণীর ৩য় সেমিস্টারে পড়াশুনা করছেন।

টিউশনি এমনকি মাঝেমধ্যে শ্রমিকের কাজ করে একদিকে পড়াশুনা অপরদিকে সংসারে দরিদ্র পিতাকে সাহায্য করছিলেন।

জানা যায়, আশরাফুলের পিতার আগে চায়ের দোকান ছিল। তাই দিয়ে কোন রকম সংসার চলতো। পিতা ছানোয়ার হোসেন বৃদ্ধ হওয়ায় এখন কিছুই করতে পারেন না। ডাক্তার বলেছেন হাড় টুকরো টুকরো হয়ে যাওয়ায় অপারেশন করতে হবে। সবকিছু মিলে প্রায় এক লাখ টাকা দরকার ছিল।

 

ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ