Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে জাবি ভিসির শোক প্রকাশ

প্রকাশিত: ১ সেপ্টেম্বার ২০১৭, ০১:১৪

লাইভ প্রতিবেদক: দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ভিসি বলেন, ‘একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতারের বরেণ্য কণ্ঠশিল্পী আবদুল জব্বার সঙ্গীত জগতের অন্যন্য ব্যক্তিত্ব। দেশাত্ববোধক এবং বাংলা চলচ্চিত্রের অনেক কালজয়ী গানের শিল্পী হিসেবে আবদুল জব্বার বাংলাভাষাভাসি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্থান করে নিয়েছিলেন।

মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর গানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষ উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছিল। দেশ-বিদেশে গান গেয়ে অর্থ তহবিল গঠন করে দেশের প্রতি তিনি যে অবদান রেখেছেন, এ জন্য জাতি তাঁর কাছে ঋণী।

তাঁর মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিক এবং হৃদয়গ্রাহী গায়ককে হারাল। এ ক্ষতি পূরণ হবার নয়।’

ভিসি তাঁর শোক বার্তায় আরও বলেন, শিল্পী আবদুল জব্বার তার গান এবং সৃষ্টির মধ্যদিয়ে মানুষের কাছে অমর হয়ে থাকবেন।

ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিল্পী আবদুল জব্বারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

 

ঢাকা, ৩১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ