Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রার্থী ৩৯ জন

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০১৭, ০৫:৩৬

 

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এবার আসনপ্রতি লড়বে প্রায় ৩৯ জন শিক্ষার্থী। 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১ম  বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ  প্রক্রিয়া শেষ হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৯ জন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।

যার মধ্যে ক-ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন, খ-ইউনিটের ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬১০টি  আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন  করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর,  খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৬  সেপ্টেম্বর, মৌখিক ২৩ সেপ্টেম্বর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

ঢাকা, ২৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ