Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রথমবারের মত ঢাবি শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদান

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৭, ০২:২০

 

ঢাবি লাইভ: প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড অন্যদের কাছে হস্তান্তর না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো।

বিভিন্ন বিভাগের তালিকাভুক্ত কয়েকজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড প্রদান করা হয়। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অবশিষ্ট শিক্ষার্থীরা পরবর্তীতে নিজ নিজ বিভাগ ও হল অফিস থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। 

শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। 

এ সময় প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিসি আরেফিন সিদ্দিক আরো বলেন, এই স্মার্ট কার্ড হারিয়ে গেলে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে এবং থানায় জিডি করতে হবে।

 

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ