Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৭, ০৩:২৩

জাবি লাইভ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘দু:খী মানুষের মুখে হাসি ফোটানো ছিল বঙ্গবন্ধুর আদর্শ। তিনি কৃষক, শ্রমিক, নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বের গুণে সময়কে অতিক্রম করেতে পেরেছিলেন।

ড. ফরাসউদ্দিন আরো বলেন, তাঁর প্রতিটি ভাষণে যেমন আছে উদ্দীপনা, স্বপ্ন, দ্রোহ তেমনি আছে অনুকরণীয় আদর্শ, সমাজ ও রাষ্ট্রদর্শন। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। একটি পতাকা ও জাতিসত্ত্বা দিয়েছেন।’ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিলেন, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত কমিশন গঠন করা উচিৎ। 

বিশেষ অতিথির ভাষণে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধু দারিদ্রমুক্ত বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন এদেশের মানুষের অসীম ক্ষমতার উপর। জনগণকে তিনি জ্ঞানী ও বিচক্ষণ মনে করতেন। তিনি সাড়ে সাত কোটি বাঙালির মনে জাতি গঠন ও রাষ্ট্র প্রতিষ্ঠার আকাক্সক্ষা জাগ্রত করতে সমর্থ হয়েছিলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও সরকারী কর্মকমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, কোষাধ্যক্ষ প্রফেসর শেখ মনজুরুল হক। 

সংগঠনের সভাপতি প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রো-ভিসি  (প্রশাসন) প্রফেসর ড. আমির হোসেন। 

প্রফেসর ড. শরীফ এনামুল কবির তাঁর ভাষণে বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক হত্যাকান্ডই নয়; খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। 

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, অফিসার, কর্মচারি ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ