Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে জাপানের এনইএফ তৃতীয় পর্যায়ের বৃত্তির চেক হস্তান্তর

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৭, ০১:৪৬


জাবি লাইভ: জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে তৃতীয় পর্যায়ের বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগের বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর কাছে এই বৃত্তির চেক হস্তান্তর করেন ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেক হস্তান্তরকালে ভিসি বলেন, যে কোনো বৃত্তি বড় ধরনের সম্মান ও স্বীকৃতি। ভিসি আশা প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ প্রাপ্ত বৃত্তির সম্মান রক্ষা করবে এবং শিক্ষা ও গবেষণার মাধ্যমে তারা নিজেদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবুল হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর শেখ মনজুরুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল জব্বার হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীগণ প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খবির উদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের একটি বাছাই কমিটি এই ১০জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করে।

 

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ