Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘অামরা জ্ঞান অামদানি করতে চাই না, রফতানি করতে চাই’

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৭, ১৯:৪২

 

লাইভ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অামরা জ্ঞান অামদানি করতে চাই না, রফতানি করতে চাই। এটাই হোক অামাদের প্রত্যাশা। উচ্চ শিক্ষা হবে গবেষণার, সৃজনশীলতার।

শুক্রবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারে দুই দিনব্যাপী ‘ইনোভ্যাটিভ টিচিং এন্ড লার্নিং এক্সপো-২০১৭’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে গেলাম না, ক্লাসের লেকচার সংগ্রহ করে বছর শেষে পরীক্ষা দিয়ে পাস করলাম, এটা চলবে না। নতুন জ্ঞান, নতুন দক্ষতা, নতুন শিক্ষা অর্জন করতে হবে। অার জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। শুধু জ্ঞান দিয়ে মাথা ভর্তি করলে চলবে না। 

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকে মনে করে বিনিয়োগ মানেই প্রফিট। অামরা এটা অ্যালাও (গ্রাহ্য) করবো না। শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। 

ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক অ্যান্ড ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভিসি মুনাজ অাহমেদ নুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ইউসুফ এম ইসলাম, এনসিসি এডুকেশন ইউকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা এলান নরটন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কালচারাল সেন্টারের প্রধান সারওয়াত রেজা বক্তব্য রাখেন।

 

ঢাকা, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ