Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি লেখা প্রতিযোগিতার পুরষ্কার

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৭, ০৫:০৬

 

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি লেখা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত “প্রিয় বঙ্গবন্ধু” এই অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাবরিনা সুলতানা চৌধুরী। 

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছিল। 

সকলের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতাটিতে বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি পাঠানোর সময়সীমা ছিলো গত ১০ই আগস্ট হতে ২১শে আগস্ট পর্যন্ত। হাজার বছরের সেরা বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের আশা, প্রত্যাশা, প্রশ্ন, স্বপ্ন, চাওয়া-পাওয়া এবং ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতীকী চিঠি আকারে প্রকাশ করার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করেছিল ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক এই প্রতিযোগিতার। 

প্রধান অতিথি আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যের মাধ্যমে উপস্থিত নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরে বলেন, ‘বাঙালি জাতি এক দূর্ভাগা জাতি কেননা তারা তাদের পিতাকে রক্ষা করতে পারেনি’। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাঙালি জাতিকে এ দায় থেকে মুক্ত করার উদ্দেশ্যে আজকের প্রজন্ম সামনে এগিয়ে যাচ্ছে এবং এ প্রতিযোগিতায় প্রেরিত চিঠিগুলো তারই প্রতিফলন’। 

অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে দেখার জন্য তরুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তা ফুটে উঠেছে এবং প্রত্যেকটি চিঠিই বঙ্গবন্ধুর চেতনাকে ধারণকৃত তরুন প্রজন্মের প্রতিচ্ছবি’। 

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বঙ্গবন্ধুকে লেখা চিঠিগুলোর মধ্যে থেকে সেরা চিঠি লেখক-লেখিকার মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় এবং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, জয়িতা হালদার তার চিঠির কিছু অংশ পাঠ করে শুনান। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাবরিনা সুলতানা চৌধুরী বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কালো সময়ের কথা তুলে ধরেন এবং বলেন যে, ‘সেই সময় আজকের প্রজন্ম থাকলে কখনোই বাংলাদেশের ইতিহাসে এমন কালো অধ্যায় নেমে আসতে পারত না’। 

সর্বশেষ তিনি বিজয়ী চিঠিগুলোর একটি সংকলন প্রকাশ করার এবং চিঠিগুলোর মাধ্যমে তরুনদের আকাঙ্ক্ষা গুলো মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার আশা ব্যাক্ত করেন।

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ