Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে সিনিয়রকে পেটাল ছাত্রলীগকর্মী

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৭, ০২:৩৯

জাবি লাইভ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগকর্মী হলো অমিতাভ সাহা। তিনি মাইক্রোবাইলোজি বিভাগের ৪২ তম ব্যাচ আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। মারধরের শিকার শিক্ষার্থী হলেন শাহীন রেজা। তিনি বায়োটেকনোলজি জেনিটিক্স বিভাগের ৪১ তম ব্যাচ মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন রেজা তার বন্ধু পিয়াল। এই সময় সেখানে উপস্থিত হয় ছাত্রলীগ কর্মী অমিতাভ তার বগিরাগত বন্ধু নিশাতসহ পাঁচ-ছয় জন। অমিতাভ দোকানে থাকা ট্যাবিল ফ্যান ঘুরিয়ে তার নিজের দিকে দিতে আদেশ দেয় ক্যান্টিন বয়কে। কিন্তু রেজা ফ্যান টেবিলের মাঝামাঝিতে রাখার জন্য বলে। ওই ঘটনায় অমিতাভ রেজার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে অমিতাভ দোকানে থাকা লোহার চামুছ দিয়ে রেজার মাথায় আঘাত করে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘত করতে থাকে এতে রেজা গুরুতর আহত হন। এসময় পিয়ালসহ উপস্থিত শিক্ষার্থীদের সহযোগিতায় রেজাকে জাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়

বিষয়ে জানতে চাইলে অমিতাভ সাহা বলেন, আমি তার কাছে বারবার তার পরিচয় জানতে চেয়েছি কিন্তু তিনি বলেননি। বরং তিনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। একপর্যায়ে তিনি আমাকে ধাক্কা দিলে আমি থাকে মারধর করি

তবে মারধরের শিকার শাহীন রেজা বলেন, আমি তাকে কোন থাক্কা দেয়নি। বরং ফ্যান সরানোর প্রতিবাদ করায় সে আমাকে মারধর করে

বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘অমিতাভ সাহা ছাত্রলীগের সাথে জড়িত নয়। যদি সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকতো তাহলে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নেয়া হত।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জানিনা। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’  

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ