Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেল ঢাবির ২৮ শিক্ষার্থী

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০১৭, ০২:৪৩

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বিএসএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ২৮ শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতি শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। 

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের মো. নাহিদ ফেরদৌস পবন, মো. ইসলামুল হক ও মাহির এ. রহমান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু সুফিয়ান, রুবেল মোল্লা ও সানিয়া আকতার। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফারহানা রাজ্জাক, মো. আবদুল হান্নান ও ফাতিমা-তুজ-জোহরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেনিনা ইসলাম আবির, মনিরা বেগম ও নওশিন জাহান ইতি। লোক প্রশাসন বিভাগের ম্যাগডানিলা ডি সিলভা, মো. আমজাদ হোসেন ও শাহ মো. আজিমুল এহসান। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মোসা. কামরুন নাহার ও আদিবা সুলতানা মিম। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রওশন ই ফাতিমা, মাহিরাতুল জান্নাত ও হালিমা-তুস-সাদিয়া। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোহাম্মদ সাঈদ ইসলাম, তানজিলা আফরিন, আলভী আল সৃজন ও মায়শা সামিহা। নৃ-বিজ্ঞান বিভাগের আনিকা ইন্তেসার, নুশরাত জাহান ও উম্মে ফারিহা। এবং  পপুলেশন সায়েন্সেস বিভাগের মো. জাকিউল আলম। 

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. হাকিম আরিফ স্বাগত বক্তব্য দেন। 

প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরেফিন সিদ্দিক বলেন, তরুণ প্রজন্মের মেধাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে পূর্ণাঙ্গ মানুষ হতে হবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। ভাল একাডেমিক ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ হতে হবে।

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ