Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জঙ্গীবাদ নির্মূলে প্রয়োজন পারিবারিক সামাজিক সচেতনতা’

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০১৭, ০১:৫৪

 

লাইভ প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভিসি ড. মীজানুর রহমান বলেছেন, জঙ্গীবাদ নির্মূলে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। জঙ্গিবাদ শুধুমাত্র বাংলাদেশের একার সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। কেবল আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এটি সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে না। পারিবারিক ও সামাজিক সচেতনতার প্রয়োজন রয়েছে। 

জঙ্গি ও সন্ত্রাসবাদসহ সকল অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি আলী হাছানের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জবির প্রধান প্রকৌশলী সুকমার চন্দ্র সাহা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যান সংসদের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ জয়নুল আবেদিন রাসেল। 

ড. মীজানুর রহমান বলেন, পরিবার থেকে যদি সচেতন করে গড়ে তোলা না হয় তাহলে এটি নির্মূল করা কঠিন হয়ে পড়বে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ও জঙ্গিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ