Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে অনলাইনভিত্তিক ‘ফটো গ্যালারী’র যাত্রা শুরু

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০২:৩৭

লাইভ প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তরের উদ্যেগে ‘ডিজিটাল ডায়েরী’ ও নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের উদ্যেগে ‘ফটো গ্যালারী’ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান।

রবিবার বেলা ১০ ঘটিকায় উপাচার্যের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জবি ভিসি ড. মীজানুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, অনলাইন ভিত্তিক ‘ডিজিটাল ডায়েরী’ ও ‘ফটো গ্যালারী’ উদ্বোধনের মাধ্যমে নতুন একটি অধ্যায় সূচিত হলো। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিরা নানারকম সুবিধা পাবে। বাহিরের লোকজন জবি সম্পর্কে খুব সহজেই অনেক কিছু জানতে পারবে।

এ সময় তিনি জনসংযোগ ,তথ্য ও গবেষণা দপ্তরের পরিচালক ড. মিল্টন বিশ্বাস ও নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্যকে আন্তরিক অভিনন্দন জানান।

এতে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ব্যাবসা শিক্ষা অনুষদের ডিন ড. মনিরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন ড. দীপিকা রানী সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রিয়ব্রত পাল, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ড. মো: জাকারিয়া মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, তথ্য ও গবেষণা দপ্তরের পরিচালক ড. মিল্টন বিশ্বাস ও নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।

 

ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ