Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মানারাত ভার্সিটিতে ফার্মেসি ২৩ ব্যাচের গ্রাজুয়েশন সিরিমনি

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৭, ০২:১৫

লাইভ প্রতিবেদক: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ২৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে সকালে ফার্মেসি ২৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম. উমার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মীর আকরামুজ্জামান এবং স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী।


ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও অ্যাসিসট্যান্ট প্রফেসর মুহাম্মদ রাকিব আল-মামুন সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে ফার্মেসি বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. মোশাররফ হোসাইন, সহকারী অধ্যাপক নারগিস সুলতানা চৌধুরী, লেকচারার রিক্তা বানু প্রমুখ বক্তৃতা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম. উমার আলী ফার্মেসি ২৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।


অনুষ্ঠান শেষে ফার্মেসি বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ