Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবিতে শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৭, ০১:১৩

গণবি লাইভ: সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে শিক্ষকদের “শিক্ষাবিজ্ঞান ও পেশাগত নীতি বিষয়ে” তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ডা. লায়লা পারভীন বানু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এম মোজাহার আলী, শিক্ষণ পদ্ধতি, পাঠ পরিকল্পনার মূল উপাদান ও পাঠ পরিকল্পনা তৈরির উপর প্রশিক্ষণ দেন। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক এতে অংশ নেন।

দ্বিতীয় ও তৃতীয় দিনে একই প্রশিক্ষক প্রফেসর ড. এম মোজাহার আলী, অবাচনিক যোগাযোগ কৌশল, শিক্ষণ পদ্ধতিতে প্রশ্নোত্তর কৌশল, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নৈতিক নীতির উপর প্রশিক্ষণ দেবেন।

সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কর্মশালা। আর এ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া ।

এ প্রশিক্ষণ গ্রহণের পর শিক্ষকরা মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন পদ্ধতি নির্ণয় করতে এবং কোর্স কারিকুলাম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ