Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে বঙ্গবন্ধু স্মরনে বিতর্ক উৎসব পালিত

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৭, ২২:৫৫

লাইভ প্রতিবেদক: জাতিয় শোক দিবস ও বঙ্গবন্ধু স্মরণে ‘জাতির শোক দিবস ৩য় ডিবেট প্রিমিয়ার লীগ-২০১৭’ এর আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীযানুর রহমান।

সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও প্রতিযোগিতার আহ্ব্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অবকাশ ভবনের নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। সংসদীয় ধারার এই বিতর্কে মোট ৩৬ জন বিতার্কিক লটারির মাধ্যমে ১২ টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

দিনব্যাপী জমজমাট বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হন শেখ রাসেল স্কোয়াড ও শেখ আরজুমনি স্কোয়াড। ‘বৈশ্বিক রাজনীতিতে বঙ্গবন্ধু সবচেয়ে বড় দীর্ঘশ্বাসের নাম’ শীর্ষক বিতর্কে শেখ আরজুমনী স্কোয়াডকে হারিয়ে শেখ রাসেল স্কোয়াড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

গ্র্যান্ড ফাইনালে শেখ রাসেল স্কোয়াডের মুজাহিদ অনিক সেরা বিতার্কিক ও আব্দুর রব সেরনিয়াবত স্কোয়াডের হাসিবুল আলম টুর্নামেন্টের সেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম।

টুর্নামেন্ট শেষে সভাপতি শাকিল আহমেদ সকল শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের আয়োজন সফল করার জন্য অভিনন্দন জানান।

 

ঢাকা, ১৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ