Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তুরষ্ক যাচ্ছেন বুটেক্সের ১৪ জন শিক্ষক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৭, ০০:১৭


বুটেক্স লাইভ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও তুরষ্কের মধ্যে "শিক্ষা ও সংস্কৃতি বিনিময়" চুক্তির আওতায় দুই দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল শিক্ষার উন্নয়নে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষক "পিএইচডি" প্রোগ্রামে তুরষ্ক যাওয়ার অনুমোদন দুই দেশের বৈঠকে চূড়ান্ত হয়েছে।

তুরষ্কের একটি প্রতিনিধিদল কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। উক্ত সমঝোতা স্মারকের আওতায় আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক পিএইচডি করতে তুরষ্ক যাচ্ছেন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক তুরষ্ক যাচ্ছেন তারা হলেন: ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ সুলতান মাহমুদ, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর শিল্পী আকতার, মোঃ এমদাদ সরকার ও লেকচারার এটিএম ফায়েজ আহমেদ, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর কাওসার পারভীন চৌধুরী ও রাশেদা বেগম দিনা, এপ্যারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মাহমুদা আকতার ও মোঃ মাজেদুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মোঃ আহসান হাবিব ও মোঃ সাইদুজ্জামান, টেক্সটাইল ফ্যাশন ও ডিজাইন বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর সুতপা চৌধুরী ও মোঃ মাহবুবুর রহমান। তারা এই বছরের সেপ্টেম্বরে পিএইচডি করতে তুরষ্ক যাচ্ছেন।

 

ঢাকা, ১৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ