Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হওয়া প্রয়োজন’

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০১৭, ০৩:৪৪

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পৃথিবীর অনেক হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হয়েছে। ইন্ধিরা গান্ধী, জন এফ কেনেডি হত্যাকাণ্ডের মতো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়েও এ একটি কমিশন হওয়া প্রয়োজন। যাতে করে সব মানুষ সে হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। 

মঙ্গলবার জাতীয় শোক দিবস ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

ভিসি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিছু হত্যাকারীর ফাঁসি হয়েছে কিন্তু কয়েকজন বাকী আছে। এসব ষড়যন্ত্রকারীদের কথা জাতির ইতিহাসে থাকা দরকার। এ জন্য এ হত্যা সম্পর্কিত একটা কমিশর গঠন করা দরকার। 

আরেফিন সিদ্দিক বলেন, ষড়যন্ত্রকারীরা কাছাকাছি অবস্থান করেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এর সঙ্গে ছিল কতিপয় বিশ্বাসঘাতক। আজও আমাদের সমাজে, সব জায়গায়, সব প্রতিষ্ঠানে এ ধরনের বিশ্বাসঘাতক আছে। তাই আমাদের এ ধরনের বিশ্বাসঘাতক থেকে সাবধান থাকতে হবে। 

এতে প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রহমত উল্লাহ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, সাবেক উপ-রেজিস্ট্রার এ কে এম আমির হোসেন মিয়াসহ কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী এবং চারুকলা অনুষদ আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতারও উদ্বোধন করেন। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ