Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু ছিলেন বলেই স্বাধীনতা, বাংলাদেশ

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ২০:৫৯


লাইভ প্রতিবেদক: জাতির ইতিহাসে ১৫ আগস্ট কঠিন এক দিন। যেদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবুও আজ একটা কথাই চিরন্তন বঙ্গবন্ধু ছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি, তিনি ছিলেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।

মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও কবি কাজী রোজী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.), প্রফেসর এম এম খান, ডিন প্রফেসর ড. মো. ফায়জুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি কাজী রোজী বলেন, মাত্র কয়েক বছরে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, বিশ্বের ইতিহাসে তা বিরল ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে তারই আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শোক সভায় বঙ্গবন্ধুকে নিয়ে যে উক্তিগুলো তুলে ধরা হয়েছে, সেটা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত করলেই আগামীর বাংলাদেশকে এগিয়ে সম্ভব। রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.) বলেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি বা দলের নয়, তিনি সবার। তিনি সবার বলেই তার কথাগুলোও জনমূখী। শুধু সভা-সেমিনার নয়, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ